একাত্ত‌রের ত্রিশ মার্চ শুরু
‌ভি‌লেন পাক বা‌হিনী,
নয় মাস ধ‌রে বাঙা‌লি হত্যা
এক‌টি পিশাচ কাহিনী।
পাকড়াও হওয়া বাঙা‌লি আস‌তো
পাঁচ-ছয় ট্রাক ভ‌রে,
ঠান্ডা ম‌াথায় খুন করা হ‌তো
ঐ নয় মাস ধ‌রে!
‌নি‌র্বিচা‌রে গোলাগু‌লি হ‌লো
বধ্যভূ‌মির শর্ত,
লাশ পোতা হতো লা‌শের ওপর
গভীর গভীর গর্ত।
লা‌শের সংখ্যা যত বে‌শি ত‌তো
বধ্যভূ‌মির দাম,
চ‌ল্লিশ খানা হাজার দামী,
দামপাড়া তার নাম।
  : দামপাড়া বধ্যভূ‌মি/ফারহাত আহ‌মেদ
                     (অপ্রকা‌শিত)
                 ডিসাম্বর ১২, ২০১৯
১৩৭৪            নোয়াখালী।