কাঁঠালের আঠা মানে
সহজে সে যাবে না,
এক মাঠ ঘাস পেলে
গরু কিছু ভাবে না।
আঙ্গুল কথা বলে,
সাত সুরে গান হয়,
মানব আর মানবীর
ঐকিক এক নয়।
পচা-গলা বেওয়ারিশে
নাক-মুখ বন্ধ,
আদমের লাশে থাকে,
হাওয়া হাওয়া গন্ধ।