পয়সা খ‌সে‌ছে, জু‌টে‌ছে আপদ,
একটা আছাড় দরকার,
কাঁচা ঘুমটায় বা‌রোয়ারী হাত,
উৎপাত ক‌রে বারবার।
‌যেই   কথা সেই  কা‌জের ধর‌ণে
মু‌ঠো‌ফো‌ন হ‌লো খান্ খান্ ,
‌বেশী কিছু নয়, একটা আছাড়,
জা‌রি-জু‌রি মা‌রে পিঠটান্ ।
ম‌নের ভেত‌রে বুদ্ বুদ্  ও‌ঠে,
‌নিদ্রার দেবী "ভা‌গো‌রে" ,
হাব‌ুডুবু খাই  আ‌মি ম‌রে যাই,
ভুল-শু‌দ্ধের সাগ‌রে।
মু‌ঠো‌ফোনটা‌রে খান্ খান্ ক‌রে
বুঝলাম বেশ চালা‌বে,
এর-তার ঘা‌ড়ে সব দোষ ফে‌লে
কাঁহাতক তু‌মি পালা‌বে?