কোথায় কখন কি খুইয়ে
আরেকটু দর পড়লো,
একটু না হয় হিসেব করি
কেমন তারা লড়লো!
ঝগড়া করেছে, মারপিট করে
মুখ চাওয়া-চাওয়ি বন্ধ,
মান-অভিমান, নীতির অমিলে
আর নেই নাম-গন্ধ।
খোয়ানোর শুরু জন্ম থেকেই
তিলে তিলে শুধু বাড়বেই,
মান-সম্মান,রক্ত, সময়,
শেষ মেষ আয়ু কাড়বেই।