হে সন্তান আমার,
‌এখন তোমা‌কে বলব
এই পৃ‌থিবীর কি কি তোমার।
যে ফুটপা‌থে আ‌মি দাঁ‌ড়ি‌য়ে,
আমার ডার‌বি সিগারেট,
দুপু‌রের পাঙ্গাস মাছ,
‌কোন্ গন্ত‌ব্যের কি রেট...
আমার মুক্ত জীবন,
নানা‌বিধ কাজ ও অকাজ,
‌নিম্ন‌বিত্ত থে‌কে একটু উত্থান,
ব‌স্তি আর লু‌ঙ্গির লাজ।
‌দিব্য দৃ‌ষ্টি‌তে দেখ‌তে পাই
‌কিছুটা ক‌মি‌য়ে, কিছুটা বা‌ড়ি‌য়ে
আমার সন্তান আ‌ছে,
অন্য একটা ফুটপা‌থে দাঁ‌ড়ি‌য়ে।