দুই চাক্কায়,চার চাক্কায়
শার্ট-প্যান্ট ফের টাই-কোট
চলে চোট-পাট,কেউ লয় পার্ট
সিঙ্গেলে কেউ বেঁধে জোট।
যানজটে পড়া মুক্তিকামীর
গাড়ির আস্ফালনে
বুঝে নিতে হয় রাজাকে,প্রজাকে
মনে মনে,জনে জনে।
সংবিধানের সমান সমান
যোগফল করি বিচ্ছেদ
আমরাই সব সমান বানাই
আমরাই গড়ি ভেদাভেদ।