ইংরেজী আট,বাংলা চারের
মতই লাগে দেখতে,
দুটোর মাঝেই জিলাপির প্যাচ,
বুঝতে যদি ঠেকতে।
জোয়ার-ভাটা,তুলার ব্যালেন্স,
নিউটনকেও দেখি,
দুঃখ-সুখের পরম্পরাও
সাদা-কালোয় লেখি।
চিরন্তনের পাট চুকাতে
আমার তো তর সয়না...
আট বা চারের বৃত্ত ভেঙে,
নতুন কিছু হয়না।