ক‌থোপকথ‌নে নবীন প্রবীণ
মন চায়, তাল ধরলাম,
দুই শকু‌নের আলা‌পের মা‌ঝে
ইভড্রপ আ‌মি করলাম...


: মু‌খের ওপ‌রে কথা ব‌লে তারা
আমরা কোথায় যা‌চ্ছি?
আস্কারা দি‌য়ে মাথায় তোলার
হা‌ড়ে হা‌ড়ে ফল পা‌চ্ছি।
আপনা‌কে সব সম্মান ক‌রি,
মাথার মুকুট মা‌নি,
আপ‌নিও চুপ, চুপ নি‌য়ে চ‌লে
‌বিস্তর কানাকা‌নি।


: সময়,ক্ষমতা  হা‌তে রে‌খে দিও,
‌দিও তারা যেটা চায়,
সম‌য়ে দেখ‌বে জোয়া‌রের পা‌নি
সম‌য়ে হা‌রি‌য়ে যায়।
প্র‌তি‌ক্রিয়া‌র তৃতীয় সূ‌ত্রে
‌কিচ্ছু শি‌খি‌য়ো না,
ক্ষমতা রাখ‌তে চাই‌লে ক্ষমতা
কখ‌নো দে‌খি‌য়ো না।