এমন অ‌নেক ক্ষেত্র যেখা‌নে
মু‌খের কথারা অচল,
অ‌স্তি‌ত্বের অ‌নেক প্রকাশ
দেখ‌বে সেখা‌নে সচল।
ঝাল্ হ‌লে সেটা জিহ্বা ব‌লে
শীত লাগ‌লে ত্বক,
‌চোখ দে‌খে যায়, নাক শুধু শোঁ‌কে
কান শো‌নে বক্ বক্ ।
এরা ডাটা দেয় অহ‌র্নি‌শি
প্র‌সে‌সিং করে মাথা,
বুঝ‌তে পা‌রি আপদ বিপদ
আনন্দ আর ব্যথা।
সত্য, মিথ্যা, অর্ধসত্য
‌কিংবা বাটার মারা,
কথার ভেতর যুদ্ধ, শা‌ন্তি
"চাই" বা "চাই না" ধারা।
কথা আ‌ছে ব‌লে ‌টি‌কে আ‌ছে ফোন
বাড়‌তি যথা অযথা,
কথা আ‌ছে ব‌লে টি‌কে আ‌ছি আ‌মি
আমার ফালতু ক‌বিতা।
‌মিথ্যার ভ‌য়ে সত্য খুঁজ‌তে
লায়িং ডি‌টেকশন,
অ‌স্তিত্ব শুধু দি‌য়ে যায়
স‌ত্যের বর্ণন।