"আম জাম কলা কাঁঠাল লিচু
ও‌দের কপাল জু‌ড়ে,
সততার দো‌ষে চাই‌নি,পাই‌নি
আমার কপাল পু‌ড়ে..."


আ‌ক্ষেপ শে‌ষে মহাসমা‌রো‌হে
শুরু পা‌লোয়ানী ক্ষণ,
গুণগা‌নে ঠাসা ফুলবাবু‌দের
বাইশ মণ, তেইশ মণ।


আ‌ক্ষেপ শেষ, গুণগান শেষ
‌কি তবু ব‌কেয়া খোঁচা‌তে?
সব "সৎ" লোক ভীষণ ব্যস্ত
"অসৎ" লোক‌কে পচা‌তে।


এ‌কে অ‌ন্যের পিঠ চুলকায়
অলস সময় ধ‌রে,
কারখানাভরা নষ্ট নষ্টা
শয়তান অবস‌রে।