‌বেঁ‌চে থাক‌তেই আ‌মি আমার শেষকৃ‌ত্যে
‌যোগদা‌নের জন্য যা‌কে পেতাম, বলতাম।
তারপ‌রেও আ‌মি জা‌নতাম
তিন ধর‌নের মানুষ  আস‌বে না।
ধরন এক : শত্রুপক্ষ।
ধরন দুই : মিত্র প‌ক্ষের তারা যারা
শত্রুপক্ষ‌কে ভয় পায়।
ধরন তিন : তারা যারা সঙ্গত কার‌ণেই
আস‌তে পার‌বে না।
আজ আমার শেষকৃত্য।
যা ভে‌বে‌ছিলাম তাই হ‌লো। প্রথ‌মে রাগ উ‌ঠে‌ছি‌লো।
এতো ক‌রে বললাম...
ভাবলাম কখ‌নো মাফ কর‌বো না।
প‌রে ভাবলাম
আ‌মি তো জা‌নিই শত্রু আস‌বে না।
এখন আর কি লাভ রাগ ক‌রে ? দিলাম তা‌দের মাফ ক‌রে।
তারপর ধরন দুই। ভাবলাম এম‌নি‌তেই শত্রুর ভ‌য়ে
কাবু হ‌য়ে র‌য়ে‌ছে, আবার আমার ভয়! মাফ, মাফ।
সব‌শে‌ষে ধরন তিন। ভাবলাম কি এমন সঙ্গত কারণ যে
‌শেষকৃ‌ত্যে আস‌তে পার‌বে না! প‌রে ভাবলাম
কারণ থাক‌তেই পা‌রে। তাছাড়া যে  আসবার নয়,
সে কখনই আস‌বে না। ‌কি লাভ রাগ রে‌খে? এরাও মাফ।
মহাযাত্রা শুরু হোক রাগ ছাড়া, আনন্দঘনভা‌বে।