ঘুম ভাঙা শে‌ষে কলঘ‌রে যাই
একটা সকাল শুরু,
একটা নতুন পাতার খোঁ‌জে
পুরাতনে ধুলা পুরু।
নাস্তার প্লেট, ঐ জুতা-‌মোজা,
‌গি‌ন্নির য‌তো কথা,
পা‌শের ক‌লিগ, চা-‌সিঙ্গাড়া,
প‌ত্রিকা ভরা ব্যথা।
‌ভি‌ডিও গে‌মের গ‌ন্ডির মা‌ঝে
ক‌রে যাই নাচানা‌চি,
‌প্রে‌ডি‌ক্টেবল ফিউচার নি‌য়ে
বর্তমা‌নে আ‌ছি।
আ‌শেপা‌শে সব আমার ম‌তোই,
গণক ভেত‌রে ভেত‌রে,
‌কেউ কেউ বু‌ঝি ব্রেক ফেল ক‌রে
আত্মহত্যা ক‌রে।