চাত‌কের মতো, বেহায়ার ম‌তো
‌ভিখারীর ম‌তো চে‌য়ে‌ছি,
‌মেঘলা আকাশ, এক দুই হ‌বে
পশলা পশলা পে‌য়ে‌ছি।
মন ভ‌রে নাই, মন ভ‌রে নাই
অন্তর্যামী জা‌নে না?
চাওয়া থে‌কে পাওয়া ক্রোশ ক্রোশ দূ‌রে
অ‌ল্পে মন তো মা‌নে না!
দান‌বের শুরু এখান্ থে‌কেই
মহা সংশ‌য়ে আয়ু ,
এক দুই নয়, "আসি‌তে‌ছে" পু‌রো
ঊনপঞ্চাশ বায়ু।