গ্রাহ‌কের ভেদে এই পৃথিবীর
ক‌ষ্টেরা চার ভাগ,
‌নি‌জের, প‌রের, যৌথ-র প‌রে
"কা‌রো নয়" লি‌খে রাখ্।
নি‌জের কষ্ট বড় ভাল লা‌গে
আতস কাঁ‌চে দেখ‌তে,
ভাষারা ভীষণ সহায়তা ক‌রে
বা‌ড়ি‌য়ে চ‌ড়ি‌য়ে লিখ‌তে।
প‌রের কষ্ট দূরবীক্ষ‌ণে
একটু আধটু  দে‌খি,
‌লিখ‌তে গে‌লে কি‌প্টে‌মি ক‌রে
আ‌রো কম ক‌রে লি‌খি।
‌যৌথ কষ্টে লা‌ভ লোকসা‌ন
চুল‌চেরা ক‌রে শুনি,
লাভ হ‌লে আ‌ছি, লোকসা‌নে নাই,
দূর থে‌কে শুধু গুনি।
"কা‌রো নয়" মা‌নে সবার কষ্ট,
ভা‌গের মা‌য়ের ম‌তো,
গঙ্গা পাবেনা সবাই  জা‌নে,
‌মে‌কি টানাটা‌নি যতো!