ভদ্র‌লো‌কের অর্ধস‌ত্যে
‌মিথ্যার ছায়া পাই,
ফক্স ক্রিস্টাল চোষার বদ‌লে
কাম‌ড়ে কাম‌ড়ে খাই।
‌কোথাও বন্যা সব নি‌য়ে যায়,
‌কোথাও বা চর জাগ‌বে,
‌কো‌কের বদ‌লে কোকা‌কোলা জি‌রো
‌ঘো‌লের মতই লাগ‌বে।  
শী‌তের আগুন, সকা‌লের রোদ
আজকাল অত খুঁ‌জি না,
দুই ডিগ্রীর বাস্তবতায়
‌হিটার ছাড়া বু‌ঝি না।
‌বিজ্ঞান দি‌য়ে ঠান্ডা কেমন
‌কুলার তোমা‌কে বল‌বে,
পাতাল শুষ‌বে দে‌হের তাপ তা
রূপকথাতেই চল‌বে।