আমার সম‌য়ে সকা‌লের ম‌া‌নে
সকাল ছয়টা সাতটা,
‌তোমার সম‌য়ে ঠিক জানা নেই
সকাল বেলার খাতটা।
আমার সম‌য়ে দুপুর হ‌লে
ভা‌তের ক্ষুধা পায়,
‌তোমার সম‌য়ে ঠিক জানা নেই
মনটা কোন্ টা চায়।
আমার সম‌য়ে বিকালের সা‌থে
মাঠ-বল মি‌লে কক‌টেল,
‌তোমার সম‌য়ে ঠিক জানা নেই
কি‌সে কি‌সে হয় পাশ-ফেল।  
আমার সম‌য়ে সন্ধ্যা মা‌নে
পাঠ হ‌বে সুর ক‌রে,
‌তোমার সম‌য়ে ঠিক জানা নেই
পড়‌ছো কেমন ক‌রে।
আমার সম‌য়ে ঘু‌মের সময়
রা‌ত্রি নয়টা দশটা,
‌তোমার সময় জানা নাই আ‌ছে,
না জানার আফ‌সোসটা।