হা‌তের সা‌থে পা‌য়ের বাঁধন, পা‌য়ের সা‌থে হাত,
এই ভোর আর সকাল দে‌বেনা,কাল ছিল শেষ রাত।
দী‌ঘির পা‌ড়ে সা‌রি ক‌রে ও‌রা ডি‌সি‌প্লি‌নে থাক‌বে
গু‌লি খে‌য়ে পড়া শহী‌দের লাশ দী‌ঘিই আগ্ লে রাখ‌বে।  
হত্যার প‌রে লুটপাট ক‌রে আগুন ‌দেয়া শেষ,
গণহত্যার দংশ‌নে নীল আমার বাংলা‌দেশ।
রাজনগ‌রের পাঁচগাও জু‌ড়ে নরক নামা ভোর,
মে মাস তার তা‌রিখটা সাত সালটা একাত্তর।