‌ছোরা ছু‌রি গোলা 
অ‌নেক মে‌রে‌ছো 
যখন দেখ‌লে ম‌রি‌নি, 
ঐসব  দি‌য়ে 
‌কিচ্ছু হ‌বে না, 
সাবধান আ‌গে ক‌রি‌নি?
নতুন নতুন  
আক্রম‌নে
অবাক হয়ে খুঁজলাম,
স্ট্র্যা‌টে‌জির সা‌থে 
স্ট্র্যাটেজি মেকার 
পাল্টে‌ছো তু‌মি বুঝলাম।
আমা‌কে মার‌তে 
কত আ‌য়োজন, 
‌দেশটার কি তেষ্টা! 
আন‌বিকে ফেল 
মারার প‌রে 
পারমান‌বিক চেষ্টা। 
আ‌মি শুধু ভা‌বি 
আর কত ঘৃণা 
আমা‌কে সই‌তে হ‌বে, 
মানু‌ষের গড়া 
নরক থে‌কে 
মু‌ক্তি মিল‌বে ক‌বে! 
মুচ‌কি হে‌সে
‌স্রষ্টা ভা‌বেন, 
"আচ্ছা, ও পথ মাড়া‌বে!"
যত পা‌রো জে‌নো,
‌তোমার ঘৃণাই
আমার শ‌ক্তি বাড়‌াবে।