পানির ঝাপ্ টা  চোখে মুখে দাও,
মেঘে মেঘে যায় বেলা,
ধুলোর আড়ালে সত্য লুকিয়ে,
শয়তান করে খেলা।
যার যায় তার কানে কানে বলি
সবরের পথ ধরতে
দৈবের হাতে দায়ভার ছাড়ি,
পারিনা কিছুই করতে।
ধর্মের কল বাতাসে নাড়িয়ে
উট না বেঁধেই হৈ চৈ,
চিলে কান টান দেয় নাই,তাও
চিৎকার চলে,“কান কই”?
এর-তার দোষে ঘটনা ঘটেছে,
নইলে দূর্ঘটনা,
অঘটন যদি নিজের দোষে,
নিশ্চিত সেটা রটনা।
পাহারাদারের চাকুরি আমার,
কোরোনাকো ডাকাডাকি,
সাবান মাখিয়ে,ছল-ছুতো দিয়ে
পাহারায় দেই ফাঁকি।