মামার কাছেই প্রথম সবক,
আদর্শ পাঠ পড়ি,
ক্যারাম,দাবায়, স্টেডিয়ামে
প্রথম হাতে খড়ি।
আমার বয়স, মামার বয়স
একটু একটু বাড়ে,
মামার জন্য বিয়ের পিড়ি,
পৃথিবী আমায় কাড়ে।
দুনিয়াদারী আমার কানে
উল্টো কথা কয়,
বিয়ের পরে মামার বাড়ি,
মামীর বাড়ি হয়।
এখন মামা অনেক দূরে
ওটাই ছিল ভয়,
এই কাহিনীর পাত্র-পাত্রী
আদৌ মিথ্যে নয়।