একটা গল্পে কয়েক শ’ ভুল,
ইগনোর করা বড় দায়,
হাত দিয়ে খাও কিংবা চামচে,
শেষ-মেষ সব-ই পেটে যায়।
গ্রামারের ভুল অথবা বানানে,
এক্সপ্রেশনেও ঘাটতি,
গুরুপাক জেনো হজম হবেনা,
কোথাও হবেনা কাটতি।
খাবারের স্বাদ জিহবায় আসে
গুণ বোঝে লোকে কর্মে,
তারপরো হয় বাম্পার হিট,
পৌঁছায় যদি মর্মে।