‌শেয়া‌লের মত ধূর্ত দে‌খে‌ছো, 
হ‌রিণীর ম‌তো চঞ্চল,
প্রতাপ হ‌য়ে‌ছে সিং‌হের ম‌তো, 
বা‌ঘের যেমন অঞ্চল! 
শৃঙ্খলা ব‌লে পিঁপড়ার কথা, 
‌ধৈ‌র্য্যে শকুন-শকুনী, 
‌বিশ্বাস শুধু কুকুর খোঁ‌জে, 
রাজহাঁস মা‌নে ছাকু‌নি। 
‌খর‌গোস হ‌য়ে রেস শুরু ক‌রি, 
কচ্ছপ হ‌য়ে শেষ, 
মানু‌ষের গু‌ণে গুণগান নাই 
তাও ব‌লি বেশ বেশ!