“কিচ্ছু পারি না ”,“কিচ্ছু হয়নি”
যখন এসব শুনি,
মুখে মুখে কোন তর্ক করি না
মনে মনে তারা গুনি।
ঠিক হলে এর পুরোটাই তাঁর,
ভুল হলে “ব্যাটা কেষ্টা”!
ইচ্ছে ছিলো, ছাড়বো না আমি,
দেখে নেবো সব শেষটা।
সাতপাকে বাঁধা সংসারী লোক,
জেদ করে লাভ হয় না,
পড়ে পড়ে মার খেয়ে বুড়ো হই
ধুয়ে-মুছে কিছু রয় না।