তার কাটা ঘেরা সীমানাপ্রাচীর
মানু‌ষের কারবারী,
আ‌মি এরকম, তু‌মি ওরকম
ব্যবধান দরকারী !
সারা‌দিন ওঝা মন্ত্র প‌ড়ে
আ‌মি যেন ধার ধা‌রি,
আমার ভূ-খন্ডটার শে‌ষে
আমার বাউন্ডা‌রি।
তার কাটা কিছু কে‌টে গে‌ছে ভা‌বি
‌কি হ‌বে আমার আজ,  
‌"নন্দ", "কেষ্টা" ভাব‌লে ভাবুক
সব্ টা আমার কাজ ।
এই পা‌রে ব‌সে আ‌মি বু‌ঝি আ‌মি
স্বাধীন ক্রীতদাস,
বাউন্ডা‌রির ঐপা‌রে আ‌ছে
আমার সখির বাস।