রাজাকার, আল বদর
আর আল শামস
য‌দি তু‌মি দ্যা‌খো,
নামগু‌লো ম‌নে রে‌খো...


বাংলা‌দেশ এর জারজ এরা,
পাক হা‌য়েনার "শা‌ন্তি" ,
‌ত্রিশ লাখ আর শহীদ হ‌তো না,
বাংলা‌কে য‌দি মান্ তি!
শরণার্থী "ভি‌টেমা‌টি ছে‌ড়ে
বাহির হইনু প‌থে" ,
"‌শা‌ন্তি"র ডা‌কে হ‌া‌য়েনা আ‌সে
‌নিরীহ বাঙা‌লি ব‌ধে।
তারা দুই ট্রাক, ওরা দশগ্রাম
এই ধ‌রো আ‌মি তু‌মি,
পাথরাজ হয় লা‌শের নদী
ভূ‌মি‌টা বধ্যভূ‌মি।
আবাল-বৃদ্ধ-ব‌ণিতা সে ভো‌রে
শ্বাস নি‌লো শেষ শ্বাস,
বদ্ধভূ‌মি‌তে তিন, সা‌ড়ে তিন
‌হাজার হাজার লাশ।
একাত্ত‌রের এ‌প্রিল তেইশ
‌ভোরটা র‌ক্তে রাঙ্গা,
ঘটনাস্থল ঠাকুরগাঁও  এ
নাম তার জা‌টিভাঙ্গা।