যমদূত আ‌সে, যমদূত যায়, 
এ ঘ‌রে ও ঘ‌রে, 
সব‌মি‌লি‌য়ে দশ বা‌রো ভা‌বে 
মানুষ দে‌খি ম‌রে!
একবার আ‌মি একটা চালা‌কি 
স্রষ্টার সা‌থে ক‌রে‌ছি, 
কয়‌দিন বেশী বাঁচার জন্য
আজ‌ ম‌নেহয় ম‌রে‌ছি। 
দশ বা‌রো ভা‌বে আমা‌কে নিও না 
স্রষ্টার কা‌ছে চে‌য়ে‌ছি, 
কমন কিছু‌তে মর‌তে না চে‌য়ে 
জীব‌নের গান গে‌য়ে‌ছি। 
সদয় স্রষ্টা নাখান্দা এই 
বান্দা‌কে ভাল‌বে‌সে‌ছেন,
‌নির্ঘাৎ তি‌নি আমার কথায় 
মুচ‌কি মুচ‌কি হে‌সে‌ছেন।
ম‌নেহয় যেন মাথা বে‌য়ে না‌মে 
র‌ক্তের সব ধারা, 
স‌তে‌রো ডিগ্রী সেল‌সিয়া‌সেও 
‌ঘে‌মে ঘে‌মে আ‌মি সারা। 
‌চোখ বুজ‌লেই রক্তকে দে‌খি 
‌পাগ‌লের মত ভাগ‌ছে,
নাম নাই তাই প্রিয়তমা একে 
ঝাপ্পা ঝাপ্পা ডাক‌ছে। 
ডাক্তার ব‌লে কিছু হয় নাই 
আমার কা‌টে না রাত,
রো‌গের নাম ঝাপ্পা ঝাপ্পা, 
‌রোগীটা ফারহাত।