পড়ে পড়ে মার খেতে হয়েছিল,
তিরিশ বছর খেয়েছি,
কিছু শোধ হলে গায়ে জ্বালা ধরে
সেটাও দেখতে পেয়েছি।
লাল চোখে তুমি যা খুশি মানাও,
সবাই সবটা মানবে?
কালকের ভীত আজ ক্ষমাহীন,
সময় সেটা জানবে।
চোরা-গুপ্তায় আজো বেঁচে আছো
ধরণ-ধারণ বলছে,
আস্তাকুঁড়েও ইতিহাসে আছে
পাঠাবো,সে কথা চলছে।