প্র‌য়োজন ছিল তোমা‌কে অ‌নেক
অ‌নেক প্র‌য়োজ‌নে,
কায়ার ম‌তো, ছায়ার ম‌তো,
কার‌ণে  অকার‌ণে।
ভাবতাম আ‌মি রাজার রাজা
‌তোমা‌কে পাবার জন্য,
‌সোনার সা‌থে খাঁ‌দের মি‌শে‌লে
‌বেকুব হ‌য়ে‌ছে ধন্য।
বড় আহলা‌দে খুঁ‌জেও যখন
তালগু‌লো সব কা‌টে,
পাই‌নি পাই‌নি পাই‌নি তোমা‌কে
ব‌ুকটা তখন ফাঁ‌টে।
সদর দরজা শব্দ কর‌ছে
খট্ খট্ তোমা‌রি,
প্র‌য়োজনগু‌লো মরা নদী হ‌য়,
গলা টিপে সব মা‌রি।