বিদ্যা নি‌তে বিদ্যাপীঠে
‌শিক্ষক দেয় শিক্ষা,
ফুলঝু‌রি দি‌য়ে হালকা না ক‌রি
রক্ষক ক‌রে রক্ষা।
অসুখ হ‌লে আ‌রোগ্য চান
ময়লা হ‌লে সাবান,
কোন্ টা কখন লাগ‌বে বু‌ঝে
ভাসান আবার ডুবান!
স্কুলবয়গু‌লো কিচ্ছু বো‌ঝে না
বু‌ঝে শু‌নে কথা কয় না,
দুই‌য়ে দুই‌য়ে চার ক্লাসরু‌মে হয়,
ক্লা‌সের বাই‌রে হয় না।
সরলতা দি‌য়ে সরল হয়না
সব দে‌খি বাঁকা চো‌খে
মু‌খে মানবতা ই‌ঙ্গি‌তে বোমা
ফাট‌বে চো‌খের পল‌কে।
কথার হাঁ‌টের কূট‌নৈ‌তিক,
তালগাছ তু‌মি কার?
দি‌বো দি‌বো দি‌বো সারা‌দিন শে‌ষে
তালগাছ সেয়ানার!