অলস দুপু‌রে, অন্য প্রহ‌রে
যখন আর কেউ যায় না,
বারান্দা বা সি‌ঁড়ির কোঠায়
একটু আয় না, আয় না!
‌টি এন্ড টি ফোন, চাক‌তি ঘুরাই,
কানটা ভীষণ তেষ্টায়,
তার "হ্যা‌লো" শু‌নে তেষ্টা মেটাই
আ‌মি চুপ, রা‌খি শেষটায়।
‌কখ‌নো কখ‌নো বিকাল বেলায়
ঐখা‌নে যায় ঘুর‌তে,
ফুটপা‌থে ব‌সে আড্ডা দিতাম
দুই চোখ চার কর‌তে।
তার সা‌থে আ‌মি এক রিক্সায়
‌বিশ্বজ‌য়ের সু‌খে,
পাশাপা‌শি বসা, হা‌তে ধরা হাত
‌কোন কথা নাই মু‌খে।


তোমা‌দের দি‌নে তোমা‌দের দে‌খি
আমার দ‌ু'‌চোখ ভ‌রে,
আমা‌দের দি‌নে আমরা ছিলাম
আমা‌দের ম‌তো ক‌রে।