: তোমার লে‌ভেল কত?
: ৫৭।
তাঁ‌কে আ‌মি অ‌নেক সম্মান ক‌রি।
‌কৌতুহল মার‌তে পা‌রি‌নি, তাই‌তো
ভ‌য়ে ভ‌য়েই জিজ্ঞাসা কর‌লাম,
: আপনার ক‌তো ?
‌তি‌নি বল‌লেন, "বাদ দাও"
তারপর চল‌লো ক‌থোপকথন।
: কিসে ভয় পাও?
: সাম‌নে যে বিপদ আ‌ছে,
যা‌কে বুঝ‌তে পা‌রিনা, তা‌কে।
: মা‌নে অ‌নিশ্চয়তা। আর কি‌সে?
: অত তো ভা‌বি‌নি!
: ‌জেল ? সাজা ?
: আ‌গে পেতাম, এখন পাই না
: আঘাত? গুরুতর আঘাত?
ঐ যে বললাম না যে বিপদ সাম‌নে আ‌ছে,
বুঝ‌তে পা‌রিনা, তার ম‌ধ্যে এটা‌কে ফে‌লে দিন না,
ত‌বে কিনা সেরকম প্র‌য়োজ‌নে
এটাও হজম কর‌তে পার‌বো।
: মৃত্যু ?
: পাই। খুব পাই। মর‌তে চাইনা।
: ও‌কে থ্যাংক ইউ।
: কথা শেষ?
: আপাতত। এ‌সে ছিলাম তোমার লে‌ভেল জান‌তে।
জানলাম।
: আর কিছু জানার নেই?
: না। তু‌মি মাত্র ৫৭? লে‌ভেল বাড়াও।