‌বেঁ‌চে আ‌ছি ব‌লে
পাপ ব‌ড়ো হয়,
অধরা সংখ‌্যা
বাড়‌তে বাড়‌তে
ব‌ড়ো হয় ছোট ক্ষোভ,
বেঁ‌চে আ‌ছি ব‌লে
নখ ব‌ড়ো হয়,
চুল ব‌ড়ো হয়,
জিহ্বাও না‌কি
ব‌ড়ো হ‌য়ে হ‌য়ে
বাড়ায় আমার লোভ।


পূণ‌্য যা ক‌রি
কাগ‌জে কল‌মে
চিড়াটা ভিজাই কথা‌তে,
বেঁ‌চে আ‌ছি ব‌লে
শয়তান থা‌কে
আমার লতা‌তে পাতাতে।
বু‌ঝেও বু‌ঝিনা,
মান‌তে চাইনা
আমার অ‌ভিশাপ,
আমার কর্ম
আমায় ব‌লে
বেঁ‌চে থাকাটাও পাপ।