কপালটা তোর কখন পোড়া, 
কখন ভাল বল‌তে পা‌রিস? 
মর‌তে মর‌তে হঠাৎ ক‌রেই 
কখন ধরিস, কখন মা‌রিস? 
‌কোন্ কার‌ণে খেলা জ‌মে যায় 
কখন বৃ‌ষ্টি, কখন রোদ,
‌কি‌সের বি‌য়োগ,কি‌সের যো‌গে 
কোথায় কখন শোধ-‌বোধ! 
সমস্ত তোর নি‌জের হাতেই 
ব‌ু‌ধোর ঘা‌ড়ে দোষ অযথা,
"কপালপোড়া, রাজকপালী" 
ফালতু কথা, ফালতু কথা।