‌দেখ‌তে নি‌ষেধ
জা‌নি তবু
আমায় কে থামায়?
চিকন চিকন
ঠ্যাং দেখা যায়
‌ঢোলা পায়জামায়।
কাকীর মোড়ায়
নজর ছিল,
সরা‌বো ভাব‌ছিলাম,
উঠার প‌রে
বসার আ‌গেই
‌ঠিক তা স‌রি‌য়ে নিলাম।
শুচিবায়ুভরা
মামার গোস‌লে
একাই সব কর‌তেন,
চাপক‌লে পা‌নি
চাপকল চে‌পে
আস্ত বাল‌তি ভর‌তেন।
আ‌মি শয়তান,
মামা‌কে দে‌খি‌য়ে
পা‌নি‌তে ডুবাই হাত,
উষ্মায় মামা
উষ্টা মা‌রেন,
আস্ত বাল‌তি কাত্!
‌কেউ জা‌নেনা,
‌কেউ হতবাক,
‌কেউ বা অ‌গ্নিমূ‌র্তি,
আ‌মি চা‌লি চাল
আমার ম‌তো,
এটাই আমার ফু‌র্তি !