কা‌চ্চি চল‌লে চলুক আমি
‌পোলাও রেজালা খাই,
গু‌ল্লি মা‌রি প‌শ্চিম আ‌মি
বাঙলা ট্র‌া‌ফিক চাই।
ঠান্ডা আ‌মি কিন্তু ক্ষেপ‌লে
ঘুমন্ত বাঘ জা‌গে,
‌হোন্ডা, নিসান জাপা‌নে চলুক
আমার ট‌য়োটা লা‌গে।
লাই‌নের খেতা পুড়‌তে পুড়‌তে
এখন লাই‌নে চ‌লি,
র‌ক্তের ভি‌তে সিনা টান্ ক‌রে
বাঙলায় কথা ব‌লি।
‌কিছু নিন্দুক আ‌ছেই ক‌রে
কা‌কের মত কা কা...
দুই কো‌টি লোক এখ‌া‌নে ঘুমায়
আমার শহর ঢাকা।