হাজার হাজার লো‌কের মা‌ঝে
যন্ত্রগু‌লোর ভি‌ড়ের ভাঁ‌জে
ধূসর ব‌নে একটু সবুজ
একটু যেন বি‌দ্রোহ
কাল‌কে জীবন-যুদ্ধ হ‌বে
যুদ্ধ জ‌য়ের পাঠ নির‌বে
ডাবল সি‌টের একটা গ্রহ
একটা গ্র‌হেই আগ্রহ।
রাজায়-রাজায় যুদ্ধ হ‌লে
‌কেউ হা‌রেনা স‌ন্ধি হ‌লে
অন্য বেলায় কেউ হে‌রে যায়
‌কোথাও কান্না, কোথাও গান,
মুহূর্তকাল তা‌দের থাকুক
তা‌দের গ্রহ তা‌দের রাখুক
সবুজ ব‌নের মধ্যখা‌নে
অ‌নেক শা‌ন্তি, অ‌শেষ প্রাণ।