মা‌য়ের কা‌ছে আব্দার যেন
বাবার কা‌ছে ব‌লে,
‌লাল পিরা‌নের আব্দা‌রে তাঁর
দিল্ টা য‌দি গ‌লে!
মা‌য়ের কা‌ছে আব্দার ক‌রি
মন চায় খাই মিঠা,
একটু ময়দা, আধটু চি‌নি
কয়টা তে‌লের পিঠা।
মা‌য়ের কা‌ছে আব্দার ছি‌লো
রা‌ত্রে ঘুম না এ‌লে,
সওয়ার হ‌বো পঙ্খীরা‌জের
পাংখা যেন মে‌লে।
দু‌নিয়াজোড়া মারমু‌খো সব
এমন যখন হ‌তো,
আমার মা টা ঢাল হ‌য়ে নীল্-
-কন্ঠ ব‌নে যে‌তো।