চেতনানাশ‌ক ভোলায় কষ্ট, 
নাশ ক‌রে সব চেতনা, 
আপদকা‌লে এটাই ভা‌লো 
ঘুম পা‌ড়ে সব বেদনা। 
এই বু‌ঝে ভাল সবার জন্য 
ঘুম‌কে বাঁ‌চি‌য়ে রা‌খি, 
বুঝে বা না বু‌ঝে প্রাণপ‌ণে আ‌মি
‌হা‌সিখু‌শি হ‌য়ে থা‌কি ।
হঠাৎ ক‌রেই ম‌নে প‌ড়ে যায় 
বিশ্বাস কেউ রা‌খে‌নি
আমার ভিত‌রে ঘুমি‌য়ে ঘু‌মি‌য়ে
আর কোন পশু থা‌কে‌নি। 
ঘুম ভে‌ঙ্গে একে এ‌কে একে সব 
ম‌নে প‌ড়ে রাগ বাড়‌ছে,
‌গর্জন ক‌রে মীরজাফ‌রকে 
অকথ্য গাল ঝাড়‌ছে। 
অশালীন কা‌জে অশালীন কথা 
বলাটাও দে‌খি চ‌লে না,
‌চেতনানাশক ছাড়াই তাই তো 
অট্টহাস্য ট‌লে না।