‌মিথ্যার সা‌থে ফালতু আ‌বেগ
‌ভিনরূ‌পে সব দেখায়,
‌থৈ থৈ থৈ অনুভূ‌তিগু‌লো
"আমার" ভাব‌তে শেখায়।
মান সম্মান, ধন দৌলত
‌কিংবা সা‌ধের প্রে‌য়সী,
"শুধুই তোমার" ভাব নি‌য়ে এসে
ছ্যাকা দেয় বেশী বেশী।
গ‌র্তে প‌ড়ে কিংবা না প‌ড়ে
একাকী জন্ম লয়,
সবার মা‌ঝেই বুঝ‌বে তু‌মি
‌কেউ  যে কারোর নয়।