হয়তো আগেও হত্যা করেছে,
এভাবে কেউ তা ধরেনি
বাঘে ছুঁলে তার ঘা-এর হিসেব
তখন বুঝতে পারেনি।
খুনের বিচারে নির্দোষ হয়ে
ভাবো বড়ো বাঁচা গেলো
তোমাকে বাঁচাতে একের পর এক
সিস্টেম হলো খেলো।
আপীলের পর আপীল শুনানি,
কিভাবে পালাবে গর্তে?
নির্দোষ এক শিশুর হত্যা
মেনে নেবো কোন্ শর্তে?
রায় নয় কোন শিশুর খেলনা,
নয় কোন ঝুমঝুমি
দুই বাংলার সবাই জানে
খুনটা করেছো তুমি।
কষ্ট এখন বায়বীয় নয়,
পাহাড়ের মতো শক্ত
ঘুমাও ফেলানী,চিন্তা করোনা,
ব্যর্থ হবেনা রক্ত।