বাঙালীর কাছে মুক্তিযুদ্ধ
সকল পাওয়ার আগে,
বাংলাদেশের একটা ছয়ে
দেশটা বাঘের লাগে।
দিল্লীর গদি কিংবা মগধ
এমনি এমনি আসেনি,
আওরংজেব কিংবা অশোক
সহোদর ভালবাসেনি।
কলিঙ্গতে কারবালা দেখে
অশোক খুঁজলো শান্তি
মেলায় গেলে আমার জন্য
কদ্ মা, বাতাসা আন্ তি ?
গাছের ছায়ায়,রসগোল্লায়,
নক্সী-কাঁথার তলে,
গামছা-ভেজা,শীতল পাটি,
তালের পাংখা হলে
কোথায় কখন,কিসের মাঝে
অমৃত যদি জান্ তি  
সম্রাট হয়ে পায়নি আরাম,
অশোক খুঁজলো শান্তি…