তারপর নিরবতা
ধরা পড়া লোকটাকে
অনায়াসে ছিঁড়ে-খুঁড়ে
করে যায় সৎকার
আবেগের গলা টিপে
অচেনা মুখোশ পরে
বলে যায় “ভালো আছি-
পৃথিবী চমৎকার” ।
সুখটানে সুখ্ বিনে
কিছু ধোঁয়া আনমনে
মহাশূণ্যের মাঝে
ভাঙ্গে-গড়ে বৃত্ত
থেমে যাবে দেহঘড়ি
মৃত মানুষের ভিড়ে
পথ চলা শেষ তার
শুরু শেষকৃত্য ।
ইতিহাস মনে রেখো
এক বুক জ্বালা নিয়ে
চলে যায় কিছু লোক
আর কোন আসরে
কিছু লোক রয়ে যায়
দীপ জ্বলা আশা নিয়ে
জানে তারা দেখা হবে
আর কোন বাসরে ।