যাস্ নে নদীর পাড়ে
অশ্বত্থ গাছ-তলে
ভূত বাসা বেঁধে আছে
ঘাড় ধরে মটকায়
অমাবশ্যার রাতে
পেত্নীরা না-কি নাচে
ঝড়-ঝঞ্জার মাঝে
গাছ জুড়ে লটকায় ।
ডাঙায় ভূতের মেলা
জলেতে আরেক খেলা
দৈত্য-দানোর ছানা
পাক্ দেয় হুট্-হাট
সাঁতার কাটতে মানা
এমন নদীর জলে
সবাই সটকে থাকে
বিজন ভূতের ঘাট ।
সাত-পুরুষের ঘাড়ে
সিন্দাবাদের বোঝা
অশরীরী উৎপাত
মাথা পেতে স্বেচছায়
হাজার বছর ধরে
ভূত-প্রেত টিকে আছে
অশ্বত্থ গাছে কিছু
বাদ-বাকী কেচ্ছায় ।