নীল রঙা শাড়ি পরে
আসবে আমার কাছে
কথা ছিল তুমি-আমি
ফ্রেমে হবো বন্দী
কথা দিয়ে রাখলে না
ফ্রেম, শাড়ি সব ছিল
অন্য কোথাও গিয়ে
করেছিলে সন্ধি ।
ঠক্ ঠক্ শীত রাতে
শেয়ালেরা ডেকে ওঠে
আর সব ছিল ঘুমে
নিশ্চুপ চরাচর
মনে পড়ে নিশিরাতে
সেল্ ফোনে তুমি ছিলে
বলেছিলে “কথা হবে
রাত একটার পর” ।
আমাদের কথা বলা
কত বাকী, কিছু সারা
সুখ্-দুখ্ বাটাবাটি
সাক্ষী গোপাল হয় :
আমি, তুমি, শীতরাত
সেল্ ফোন, সিগারেট
এই ছিল পৃথিবীটা
কথা শুধু এতে রয় ।
আজ নয়, কাল নয়
বহুকাল পরে যদি
চেনা কোন সুরবাণে
যায়-ভেঙ্গে যায় ঘুম
আমিও ছিলাম জেগে
এক বুক ভালবেসে
ঘুম-ভাঙ্গা সুর তুলে
যাই, হয়ে যাই গুম্ ।