দূরপাল্লার কোন
রেল গাড়ি সাঁঝ বেলা
হারায় তেপান্তরে
দিয়ে শেষ হুইসেল্
আমিও হারিয়ে যাবো
রেল গাড়িটার মতো
সুখ শুধু মরীচিকা
তুমি পাশ-আমি ফেল ।
একদিন চেয়ে দেখি
কাশবনে ট্র্যাক্টর
বাতাসের শেষ ছোঁয়া
যায় তারে দিয়ে যায়
আমিও তোমার সাথী
কাশফুল জেনে রেখো
সীমা দিয়ে সব বাঁধা
তুমি-আমি অসহায় ।
কাশবন, রেল রোড
তারপর টি-স্টল
চা এলো তড়িঘড়ি
ধুমায়িত এক কাপ
এইসব রেলগাড়ি
কাশফুল, তুমি-আমি
চলে যাবে রয়ে যাবে
কথা-বাণী-স্মৃতি-ছাপ ।