তক্তপোষে
এক ষোড়শী
নাম সোহাগী
একলা শুয়ে
নিথর দেহ
মুখখানা হা
একটু লালা
পড়ছে চুয়ে ।
স্বপ্নসাধে
ঘর বেঁধেছে
এই গাঁয়েতে
অল্প ক’দিন
শ্বশুর বাড়ি
করছে খা খা
ধুপছায়া সাঁঝ
বড্ডো অচিন ।
একটা মানুষ
লাশ হয়েছে
বাতাস জুড়ে
বিষন্ন সুর
অমঙ্গলের
চিন্হ দেখে
চলছে ডেকে
একটা কুকুর ।
একটা লাশের
সাধ্যি কতো
সংসারী সব
আজ বিবাগী
অমঙ্গলের
আর কি বাকী
একটা কিছু
বল্ সোহাগী !