কয় ফেরকায় কয় চরকায় ক্যামনে কোথায় ঘুরবি?
কাঁটা চামচের টুং টাং দিয়ে কোথায় কোন্ টা পুরবি?
এই জঙ্গলে সব কিছু বশ্ ,নইলে চাবুক চালাবি
দশজন হলে বাঁশপেটা করি,একা একা হলে পালাবি।
অভিনয় করে মিথ্যা বানাবি,গ্লিসারিন ঢেলে কান্না
আতরের ঘ্রাণে গন্ধ তাড়াবি,মসলা মাখিয়ে রান্না।
শত শেকলের বন্দী মানুষ আশায় রাত্রি জাগে
পঞ্চমীতে ভূত চাপে বলে লাশকাটা ঘরে থাকে।
পোষাক ছেড়েছে,শিকল ভেঙ্গেছে, পাগলার হুঁশিয়ারী
লালনের মতো ঝাঁক মেরে যায় দুনিয়ার যতো দারী।