‘আমি’ ‘আমি’ করে সারাবেলা যায়
‘আমি’ আর কিছু সয়না,
উঠতে,বসতে,চলতে,ফিরতে
‘আমি’ ছাড়া কিছু হয়না।
তুমি,তারা দূরে,আমরা হলেও
‘আমি’ তা মানতে চায়না
সবকিছু হবে শুধু আমিময়
এটাই আমার বায়না।
যুক্তি,তর্ক,বিশ্বাসজুড়ে
ভয়াবহ এক উত্থান
আমার রাজ্যে আমিই রাজা,
রাজ্য ‘আমিস্থান’।