বেলা দশটায় রান্নাঘরে তুমুল রান্না-বান্না
রান্নার ফাঁকে পরচর্চায় কেউ কারো কম যান্ না।
রেসিপির বই আনমনে টেনে একটু আধটু শিখছে
কোন কোশ্চান কমন পড়েনি,দেখাদেখি করে লিখছে।
“এই দেশটার কিচ্ছু হবেনা” বলছেন বড় বাবু
মেঝ,সেঝো,ছোট, চায়ের টেবিলে খেয়ে যায় হাবু-ডুবু।
হাতিয়ার হাতে ওৎ পাতে চোর ব্যাংকে ক্লায়েন্ট আসবে
একটু আড়াল খুঁজছে যুগল, আজ তারা ভালবাসবে।
রাতজাগা পাখি ঘুম ভেঙ্গে শুনে কেউ তারে কয় ‘নষ্টা’!
কোথাও যুদ্ধ কোথাও বা প্রেম,তখন সকাল দশটা।