আকাশে সূর্য না থাকলেও সানগ্লাস পরে থাকি
অন্যের ছবি নকল করে নিজের নামে আঁকি।
মহাপুরুষের অমর বাণী নিজের নামে চালাই
দুই পয়সার আপডেট দিয়ে চার পয়সার জ্বালাই।
পায়ের তলায় মাটির ঘাটতি চাপার জোরে কাটাই
যুক্তি ছাড়া আবেগগুলো গায়ের জোরে খাটাই।
প্যাচগুলোসব পেটেই রাখি সহজ-সরল বলি
“প্রচার বিমুখ” দাবীর ফাঁকেই ঢোল পিটিয়ে চলি।
শর্টকাট মেরে জনপ্রিয় হওয়ার আগে দেখা্ই
এক কোর্টে বল সার্ভিস করে অন্য কোর্টে ঠেকাই।